1. admin@naldangabatra.com : admin :
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে কোদাল দিয়ে কুপিয়ে পিতাকে, ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার পাষন্ড ছেলে। নৌকা মনোনীত প্রার্থী “আবুল কালাম আজাদকে”ফুলেল শুভেচ্ছা জানান বাগমারাবাসী। কেউ ঠান্ডায় জবুথবু তবুও রুই, কাতলা, বোয়াল, চিতল, শোল, গজার মাছ ধরতে রুহুল বিলে হাজারো মানুষ ভিড়। নওগাঁয় রাস্তার পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার। নওগাঁর আত্রাই ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে সংলাপ সভা অনুষ্ঠিত শিশু শিক্ষায় জাগ্রত বেঙ্গল স্টার এ্যাওয়ার্ড পাচ্ছেন আবেদ আহমেদ। শার্শা প্রেসক্লাব নবনির্বাচিত কমিটির সদস‍্যবৃন্দকে ফুলের শুভেচ্ছা বাগমারা’য় দলীয় এমপি প্রার্থী (আবুল কালাম আজাদ) এর মনোনয়ন ফরম উত্তোলন। দলীয় মনোনয়ন বঞ্চিতদের সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করতে উৎসাহ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। রাজশাহীর দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে নারী আ’ত্মহ’ত্যা, ও মরদেহ দেখতে গিয়ে প্রতিবেশী আরেক নারীর মৃত্যু!

ডিসির প্রশংসা নয় উন্নয়নের সংবাদ তুলে ধরার আহবান :রংপুরের ডিসি।

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
টাকার প্রতি লোভ নেই, ফলে আমার কাছে দুর্নীতির কোনো স্থান নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসান। তিনি বলেন, কোনো ব্যক্তি কিংবা ডিসির প্রশংসা করে সংবাদ প্রকাশ না করে উন্নয়নের সংবাদ তুলে ধরার আহবান জানান তিনি। কেননা রংপুরের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনেক। এজন্য সাংবাদিকদের রংপুরের সম্ভাবনা, প্রয়োজন, গুরুত্ব তুলে ধরার অনুরোধও জানান তিনি।
১০৪ বার পঠিত

ডিসির প্রশংসা নয় উন্নয়নের সংবাদ তুলে ধরার আহবান :রংপুরের ডিসি।

রিয়াজুল হক সাগর,রংপুর জেলা প্রতিনিধিঃ

 

টাকার প্রতি লোভ নেই, ফলে আমার কাছে দুর্নীতির কোনো স্থান নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসান। তিনি বলেন, কোনো ব্যক্তি কিংবা ডিসির প্রশংসা করে সংবাদ প্রকাশ না করে উন্নয়নের সংবাদ তুলে ধরার আহবান জানান তিনি। কেননা রংপুরের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনেক। এজন্য সাংবাদিকদের রংপুরের সম্ভাবনা, প্রয়োজন, গুরুত্ব তুলে ধরার অনুরোধও জানান তিনি।

আজ রোববার (৫ আগস্ট) বেলা ১১ টায় জেলা প্রশাসকের হলরুমে রংপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, রংপুরকে ঢেলে সাজাতে রংপুরের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। সেই চিত্র দেখে জনপ্রতিনিধিরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে উন্নয়ন করবে। আমরা সেবার জন্য আছি। আমাদের ওপর মনিটরিং রয়েছে। কারো বিচ্যুতি ঘটলে, সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রংপুরে এর ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই। রংপুর বিভাগীয় কমিশনার স্যার বিষয়গুলো দেখছেন। কোনো বিষয় সামনে আসলে বিষয়গুলো তদন্ত করে দেখা হয়। কেউ দোষী সাব্যস্ত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, রংপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মনাব্বর হোসেন মনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, রংপুর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি অপু, রংপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলজার রহমান আদর, টিসিএ রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমনসহ কর্মরত সাংবাদিকরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park