বাগমারা’য় গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা!
মো: জাহাঙ্গীর আলম, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লায় গলায় ফাঁস দিয়ে সুমন(৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে ওই মহল্লার শাহআলম ওরফে লেবুর পুত্র বলে জানা গেছে।
আজ রবিবার (০৬ আগস্ট) বিকেল তিনটার দিকে সুমান নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে পরিবার ও প্রতিবেশিরা টের পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সুমনকে মৃত অবস্থায় ফ্যানের সাথে ঝুলতে দেখে।
এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আত্মহননকারী সুমন এক সময় ভবানীগঞ্জ বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করত। পরে সে এই কাজ ছেড়ে ঢাকায় গিয়ে বসবাস শুরু করে। সেখানে সে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত বলে জানা গেছে। গত কুরবানির ঈদের আগে সে ঢাকা থেকে বাড়ি চলে আসে। তখন থেকে সে বাড়িতেই অবস্থান করত।
স্থানীয় অপর এক সুত্রে জানা গেছে, সুমনের বাবা ও মা উভয়েই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সমুন নিজেও ছিল ভয়ানক ভাবে নেশায় আসক্ত। দীর্ঘদিন যাবৎ নেশায় আসক্ত থাকার ফলে সে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। সুমনের এক স্ত্রী ও এক কন্যা রয়েছে। সে নেশার টাকার জন্য বাড়িতে মাঝে মধ্যেই স্ত্রীকে মারধোর করত এবং পরিবারের সদস্যদের সাথে কলহে লিপ্ত হত বলে জানা গেছে। চাঁনপাড়ার ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হান্নান জানান, নেশা থেকে হতাশাগ্রস্থ হওয়ার কারণেই সুমন আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।
সুমনের আত্মহত্যার খবরে বাগমারা থানার ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি আমিনুল ইসলাম জানান, মৃতের পরিবারের পক্ষে কারো কোন দাবী বা আপত্তি না থাকায় লাশের ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা