1. admin@naldangabatra.com : admin :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনা থমথমে, শিক্ষার্থী-ছাত্রলীগ ধাওয়া-পাল্টা ধাওয়া, মোটরসাইকেল ভাংচুর। নাটোরে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে ৫ পুলিশ সহ আহত-৬  দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লোহাগড়ায় আওয়ামী লীগের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল। নাটোরে অস্ত্র ও গুলিসহ আওয়ামী লীগ নেতা হত্যা মামলার পলাতক আসামি আটক লালপুরে পদ্মায় গোসলে নেমে ৩ শিশু নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার। নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু! পাবনায় বিদ্যুৎপৃষ্টে স্কুল পড়ুয়া ভাইবোনের মৃত্যু পাবনায় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার। নাটোরে ঋণের চাপে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা। নলডাঙ্গায় ১১ অসহায় পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ।

পাবসার ডিকশি বিলের ইজারা বাতিলের দাবিতে মৎস্যজীবিদের মানববন্ধন।

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
পাবনার চাটমোহর উপজেলার ডিকশি বিল জলকরের ইজারা বাতিল ও প্রকৃত মৎস্যজীবিদের ইজারা দেওয়ার দাবিতে বিলপাড়ের বিভিন্ন গ্রামের শতাধিক মৎস্যজীবি মানববন্ধন করেছেন।  সোমবার (৭ আগস্ট) সকাল ১১টায় চাটমোহর উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
২২৫ বার পঠিত
পাবসার ডিকশি বিলের ইজারা বাতিলের দাবিতে মৎস্যজীবিদের মানববন্ধন।
মাসুদ রানা, পাবনা প্রতিনিধিঃ
পাবনার চাটমোহর উপজেলার ডিকশি বিল জলকরের ইজারা বাতিল ও প্রকৃত মৎস্যজীবিদের ইজারা দেওয়ার দাবিতে বিলপাড়ের বিভিন্ন গ্রামের শতাধিক মৎস্যজীবি মানববন্ধন করেছেন।  সোমবার (৭ আগস্ট) সকাল ১১টায় চাটমোহর উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিলপাড়ের পবাখালী মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোঃ আঃ রাজ্জাক ও বনগ্রাম মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আমির হামজা মোড়লের নেতৃত্বে বিলপাড়ের পবাখালী,বনগ্রাম,পার্শ্বডাঙ্গা,জগন্নাথপুর,কুয়াবাসী ও খতবাড়ি গ্রামের মৎস্যজীবিরা এই মানববন্ধন করেন। মৎস্যজীবিদের অভিযোগ উপজেলার ডিকশি বিলের পার্ট-১ ও পার্ট-২ প্রভাবশালীদের ইজারা দেওয়া হয়েছে। এরমধ্যে পার্শ্বডাঙ্গা গ্রামের হাবিব ও তার ছেলে শাহিদুল একই নামের দু’টি মৎস্যজীবি সমিতির সভাপতি। তারা ডিকশি বিলের ইজারা নিয়েছেন। কিন্তু ইজারার শর্ত ভঙ্গ করে চারজন ব্যক্তির কাছে সাব ইজারা প্রদান করেছেন। সাব ইজারাদাররা বিলপাড়ের প্রকৃত মৎস্যজীবিদের কাছ থেকে ৩০/৪০ হাজার টাকা করে আদায় করে বিলে মাছ ধরতে দিচ্ছে।  এছাড়া ১নং পর্টের ইজারা নিয়েছেন এলাকার প্রভাবশালী জোতদার হায়াত আলী প্রাং। তিনিও সাব লীজ দিয়েছেন। বিলপাড়ের ৩ শতাধিক মৎস্যজীবি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
এ অবস্থায় প্রভাবশালী জোতদারের নামে ইজারা বাতিল করে প্রকৃত মৎস্যজীবি সমবায় সমিতির নামে ইজারা প্রদানের দাবি জানান মানববন্ধনে আসা মৎস্যজীবিরা।
মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে অভিযোগপত্র দখিল করেন। অভিযুক্ত হায়াত আলী প্রাং বলেন,আমরা সরকারি বিধি মোতাবেক ইজারা গ্রহণ করেছি। ইজারা নেওয়ার পর সমিতির সদস্যরাই বিল রক্ষণাবেক্ষণ করছেন। কারো কাছে কোন প্রকার সাব ইজারা দেওয়া হয়নি। তিনি দাবি করে বলেন,আমার সমিতির সকল সদস্যই কার্ডধারী প্রকৃত মৎস্যজীবি।
তিনি বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে প্রশাসনের হম্বক্ষেপ কামনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন বলেন, অভিযোগ পেয়েছি।
এই বিল জেলা থেকে ইজারা দেওয়া হয়। মৎস্যজীবিদের জেলা প্রশাসক মহোদয়ের নিকট আবেদন করতে হবে। তিনি বলেন বিলে নিষিদ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে আমরা প্রতি সপ্তাহেই অভিযান পরিচালনা করছি।
Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park