বড়াইগ্রামে শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন।
সুরুজ আলী,বিশেষ প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা হলরুমে এই জন্মবাষির্কী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মারিয়াম খাতুনের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চলনায় এই সময় উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, বনপাড়া পৌরসভার পৌর মেয়র পৌর আওয়ামীলীগ সভাপতি কে এম জাকির হোসেন জুয়েল, সহকারি কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন মিঠু,বড়াইগ্রাম জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান মোছাঃ নাজমা রহমান,কৃষিবিদ শারমিন সুলতানা, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আমির হামজা, উপজেলা প্রকৌশলি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক সহ সাংবাদিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন ।
উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী ৫০ জন মেয়েদের মাঝে ১২ হাজার করে মোট ৬ লাক্ষ টাকা ও সার্টিফিকেট প্রদান করেন । দুঃস্থ মহিলাদের ২ হাজার করে ৫ জনকে মোট ১০ হাজার টাকা বিকাশে প্রেরণ করা ল
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা