নাটোরে ট্রেনে কাটা পড়ে মাহাবুব নামে এক যুবকের মৃত্যু!
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে ট্রেনে কাটা পড়ে মাহাবুব হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।বুধবার (৯ আগস্ট) দুপুরে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের কালিকাপুর আমহাটি এলাকায় ২৩২নং পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাবুব হোসেন নলডাঙ্গা উপজেলার মির্জাপুর তেঘরপাড়া গ্ৰামের মজিবর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা জানায়, বুধবার বেলা ১২টার দিকে মাহবুব হোসেন সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকায় রেললাইন অতিক্রম করছিলেন। এসময় ঢাকা থেকে রংপুরগামী নীল সাগর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহতের পারিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে মাহবুব বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। পরে ট্রেনে কাটা পড়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে মাহবুবকে শনাক্ত করেন। তবে কিভাবে তিনি ট্রেনে কাটা পড়লেন, এ ব্যাপারে কেউ কিছুই বলতে পারছে না। জানা যায়, মাহবুব ৮ মাস পূর্বে বিয়ে করেছেন।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।ঘটনাস্থলে সান্তাহার রেলওয়ে পুলিশের এস আই নরেশ সুরতহাল তৈরি করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা