নওগাঁর পোরশায় র্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ এক নারী আটক
গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় র্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ আরজিনা (৩৫) নামের এক নারী মাদক কারবারি আটক। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছাওড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আরজিনা ওই গ্রামের মজিবরের মেয়ে।
র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার ছাওড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আরজিনাকে আটক করে তার বাড়িতে মাটির নিচে পুতে রাখা ৫৫০ গ্রাম হেরোইন ও ৩ হাজার ৮১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে পোরশা থানায় হস্তান্তর করা হবে বলে জানান ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা