রংপুরে সিটি কর্পোরেশনের উদ্যোগে কিশোর-কিশোরীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধী সচেতনতামূলক মিছিল।
রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:
রংপুরে ইউনিসেফ এর সহযোগিতায় এবং রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে রংপুরের বিভিন্ন সংগঠনের কিশোর-কিশোরী-তরুণদের নিয় গতকাল দুপুরে রবার্টসনগঞ্জ মাঠে ডেঙ্গু প্রতিরোধী সচেতনতামূলক রোড শো ক্যাম্পেইন করেছে। ইউনিসেফ বাংলাদেশ এর ফিল্ড সার্ভিস প্রধান ডক্টর সাজা আব্দুল্লাহ এবং ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগের প্রধান এএইচ তৌফিক আহমেদ কর্মসূচীটির উদ্বোধন করেন।
এতে বিভিন্ন কিশোর- কিশোরী-তরুণদের সংগঠন মিলে রংপুরের ২৭ নং ওয়ার্ডে, স্কুলে এবং নগরীর সড়কগুলোতে ডেঙ্গু প্রতিরোধী সচেতনতামূলক বার্তার প্ল্যাকার্ড নিয়ে প্রদক্ষিণ করে এবং শহরের রবার্টসনগঞ্জ মাঠের সামনে লিফলেট, মশা নিরোধী মশারি এবং তিন দিনের পুরনো পানি ফেলে দেয়া নিয়ে প্রতীকী জনসংযোগ করে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী এ বছরের জানুয়ারী থেকে এ পর্যন্ত ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে সব মিলিয়ে ৫০ হাজারের অধিক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। বিভিন্ন কিশোর-কিশোরী-তরুণদের প্রতিনিধিরা ‘ ডেঙ্গু নিধনে যথাযথ বাজেট বরাদ্দ চাই’ , ‘নিজেদের ঘর বাড়ির চারপাশ ডেঙ্গু মশা মুক্ত রাখুন’, ‘তিন দিনের পুরনো পানি ফেলে দিন’, ‘স্কুলগুলো ডেঙ্গু মশামুক্ত নিরাপদ হোক’ – এরকম স্লোগান শীর্ষক প্ল্যাকার্ড বহন করে।
ইউনিসেফ বাংলাদেশ এর ফিল্ড সার্ভিস প্রধান ডক্টর সাজা আব্দুল্লাহ কিশোর-কিশোরী-তরুণদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তোমাদের উদ্যমী এরকম ভুমিকার কারণে সমাজ ও পরিবার যেকোন মানবিক দুর্যোগ মুক্ত থাকবে’। তিনি কিশোর-কিশোরী-তরুণদের এরকম দায়িত্বশীলতা নিয়ে বেড়ে ওঠার আহবান জানান।
ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগের প্রধান এএইচ তৌফিক আহমেদ আগামী দুই মাস ব্যাপী কিশোর-কিশোরী-তরুণদের সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন কর্মসূচীকে আরও জোরদার করার আহবান জানিয়ে সিটি কর্পোরেশনের উদ্যোগের প্রশংসা করেন এবং রংপুরের শিশু-কিশোর-কিশোরী-তরুণদের জন্য ইউনিসেফ এর অব্যাহত সহায়তার আশ্বাস দেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা