1. admin@naldangabatra.com : admin :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:১০ অপরাহ্ন

নড়াইলে চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীণ সাংবাদিক সাথী তালুকদার

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
চিরনিদ্রায় শায়িত হলেন নড়াইলের প্রবীণ সাংবাদিক সাথী তালুকদার (৬২)। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় নড়াইল শিল্পকলা একাডেমির মাঠে নামাজে জানাজা শেষে তাকে শহরের আলাদাতপুরস্থ নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হয়।
১২৫ বার পঠিত

নড়াইলে চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীণ সাংবাদিক সাথী তালুকদার

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি:

 

চিরনিদ্রায় শায়িত হলেন নড়াইলের প্রবীণ সাংবাদিক সাথী তালুকদার (৬২)। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় নড়াইল শিল্পকলা একাডেমির মাঠে নামাজে জানাজা শেষে তাকে শহরের আলাদাতপুরস্থ নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে এদিন মধ্যরাতে তার মরদেহ বহনকারী গাড়ি নড়াইল পৌঁছায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রবীণ সাংবাদিক সাথী তালুকদার একজন এতো গুন গ্রাহী ছিলেন, বাংলাদেশের যে প্রান্তে সাংবাদিক নির্যাতিত হয়েছে সেখানেই তিনি নিঃসার্থ-ভাবে তাঁর পাশে দাঁড়িয়েছেন ও যদি কোন অসহায় ছিন্নমূল মানুষ কোন বিষয় আইনি সহযোগিতা পাচ্ছে না দেশের যে প্রান্তে হোকনা কেন সেখানে তিনি ছুটে গিয়ে সহপাঠীদের নিয়ে তাঁর আইনি সহযোগিতা পাইয়ে দিয়েছেন। তাঁর অকাল মৃত্যুতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।

 

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park