নলডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান।
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া বাজারের বিভিন্ন মুদি খুচরা ও পাইকারী দোকানে মেয়াদ উত্তীর্ণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মালামাল পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় চারটি মামলা করা হয়।
এসময় বিভিন্ন মামলায় মোট ১৪ হাজার ৫০০ টাকা অথদন্ড করা হয় দোকানিদের। পরে দোকানিদের এ বিষয় সচেতন করা হয়।
গত রবিবার (০৩ সেপ্টেম্বর) বেলা ৫ ঘটিকায় এই অভিযান পরিচালান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান। এসময় নলডাঙ্গা থানা পুলিশের একটি দল সহায়ক ফোর্স হিসেবে উপস্থিত ছিলেন। পরে সহাকরী কমিশনার রাকিবুল হাসান বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা