1. admin@naldangabatra.com : admin :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৫ অপরাহ্ন

নড়াইলে নানা আয়ােজনে বীরশ্রেষ্ঠ নূর মােহাম্মদ শেখের ৫২ তম শাহাদাত বার্ষিকী পালন

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
নড়াইলে নানা কর্মসুচীর মধ্যদিয়ে বীরশ্রেষ্ঠ নূর মােহাম্মদ শেখের ৫২তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৫ আগষ্ট(মঙ্গলবার) সকাল ১০ টায় বীরশ্রষ্ঠ’র জন্মভিটা নূর মােহাম্মনগরে শােকর‍্যালী, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অব অনার, কুরআনখানি, দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫৮ বার পঠিত

নড়াইলে নানা আয়ােজনে বীরশ্রেষ্ঠ নূর মােহাম্মদ শেখের ৫২ তম শাহাদাত বার্ষিকী পালন

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি:

 

নড়াইলে নানা কর্মসুচীর মধ্যদিয়ে বীরশ্রেষ্ঠ নূর মােহাম্মদ শেখের ৫২তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৫ আগষ্ট(মঙ্গলবার) সকাল ১০ টায় বীরশ্রষ্ঠ’র জন্মভিটা নূর মােহাম্মনগরে শােকর‍্যালী, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অব অনার, কুরআনখানি, দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নড়াইলে নানা কর্মসুচীর মধ্যদিয়ে বীরশ্রেষ্ঠ নূর মােহাম্মদ শেখের ৫২তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৫ আগষ্ট(মঙ্গলবার) সকাল ১০ টায় বীরশ্রষ্ঠ’র জন্মভিটা নূর মােহাম্মনগরে শােকর‍্যালী, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অব অনার, কুরআনখানি, দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বীরশ্রেষ্ঠ নুর মােহাম্মদ ট্রাস্ট এর আয়ােজনে জেলা প্রশাসন,সদর উপজেলা প্রশাসন, নুর মােহাম্মদ ট্রাস্ট, পুলিশ, মুক্তিযােদ্ধা সংসদ, জেলা পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়। পুলিশের পক্ষ থেকে এই জাতির শ্রেষ্ঠ এই বীর যােদ্ধাকে রাষ্ট্রীয় সন্মান গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে বীরশ্রেষ্ঠ নুর মােহাম্মদ স্মৃতি যাদুঘরে আলােচনাসভার আয়ােজন করা হয়।বীরশ্রেষ্ঠ নুর মােহাম্মদ ট্রাষ্টের সভাপতি ও জেলা প্রশাসক মােহাম্মদ আশফাকুল হক চৌধুরী,অতিঃপুলিশ সুপার তারিক আজিজ,বীরশ্রেষ্ঠ নুর মােহাম্মদ ট্রাস্টের সদস্য সচীব আজিজুর রহমান,মুক্তিযােদ্ধা ডেপুটি কমান্ডার এড.এস এ মতিন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, বীরশ্রেষ্ঠ নুর মােহাম্মদ শেখের ছেলে গােলাম মােস্তফা বক্তব্য রাখেন। বীরশ্রেষ্ঠ নুর মােহাম্মদ ট্রাস্টের সদস্য সচীব আজিজুর রহমান ভূইয়া বলেন,বীরশ্রেষ্ঠ নূর মােহাম্মদ নড়াইলের গর্ব। তাঁর বীরত্বে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমরা এই বীরের স্মৃতি রক্ষার্থে কাজ করে যাচ্ছি।

দিনটি পালন উপলক্ষ্যে,বীরের জীবনীর উপর কুইজ প্রতিযােগিতার আয়ােজন করা হয়।

 

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park