নওগাঁর আত্রাই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা জন্য চেক বিতরণ
গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হইতে চিকিৎসা ও আর্থিক সহযোগিতার জন্য চেক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন আসন-৫১, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।
এসময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি জুয়েল, আত্রাই থানার ওসি তদন্ত মোঃ লুৎফর রহমান, পিআইও অফিসের মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা