বড়াইগ্রামে পুত্রকে খুঁজতে গিয়ে পানিতে ডুবে মায়ের মৃত্যু!
সুরুজ আলী,বিশেষ প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ৮ বছর বয়সী শিশুপুত্রকে খঁজতে গিয়ে পানিতে ডুবে মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বনপাড়া পৌরশহরের মহিষভাঙ্গা এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধাঙঙ্গর করে স্থানীয়রা।
পরে থানা পুলিশ এসে প্রাথমিক তদন্ত শেষ করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে। নিহত ওই মায়ের নাম আঞ্জুয়ারা বেগম (৩২)। সে একই পৌরশহরের পূর্ব কালিকাপুর এলাকার আছের উদ্দিনের স্ত্রী।
প্রতিবেশীরা জানায়, সকালে দুষ্টুমি করার কারণে আঞ্জুয়ারা তার পুত্র আনিছকে মারধর করে। এতে রাগে-অভিমানে পুত্র আনিছ বাড়ি থেকে চলে যায়। দুুপুরে বাড়িতে না ফেরায় পুত্রকে খঁুজতে গেলে সে পুকুর পাড়ে যায় এবং আকস্মিক পানিতে ঝাপ মারে। পরিবারের সদস্যরা জানায়, আঞ্জুয়ারা মৃগী রোগে ভুগছিলো। তাই পানি দেখে ঝাপ মেরেছে এবং এর ফলে তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা