প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১০:০৩ অপরাহ্ণ
নলডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

নলডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু
নিজস্ব প্রতিবেদক:
❝সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নের উদ্বাবনে স্থানীয় সরকার❞ এই স্লোগানকে সামনে রেখে 'জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলা শুরু হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বাহির হয়ে নলডাঙ্গা বাজারের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্পসারণ অফিসার কিশোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলা উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-২ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার রাকিবুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, ভাইস আব্দুল আলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম হাদু, নলডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা(ওসি তদন্ত) আকবর হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য দিলীপ কুমার সাহ, সদর উপজেলা পরিষদের ভাইস আব্দুল্লাহ আল সাকিব বাকি, সাংবাদিকগণ সহ প্রমূখ।
পরে প্রধান অতিথি মেলার স্টল গুলো ঘুরে দেখেন, মেলায় মোট ৫টি স্টল অংশ গ্রহণ করেন। এছাড়াও উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে অসহায় দরিদ্র ২৩ জনকে ৫০ হাজার করে চেক বিতরণ করেন।
নির্বাহী সম্পাদক : মোঃ
এমরান সোনার
প্রকাশক ও বার্তা সম্পাদক
: মোঃ জামিল হায়দার (জনি)
ঠিকানা : হরিদা খলসী(৬৪০৩),
নলডাঙ্গা, নাটোর
যোগাযোগ : ০১৩১১-৬৯৬৯৫০
ইমেইল :
naldangabatra6789@gmail.com
Copyright © 2023 নলডাঙ্গা বার্তা. All rights reserved.