1. admin@naldangabatra.com : admin :
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মসজিদের ফ্যান বন্ধ করায় বৃদ্ধ মুসল্লীকে মারধর..অতঃপর! হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার ভোট প্রার্থনা করেছেন-নুরুজ্জামান বিশ্বাস এমপি। নাটোরের বাগাতিপাড়ায় আখক্ষেত থেকে বাদাম বিক্রেতার মরদেহ উদ্ধার। নিখোঁজের ১৬ দিন পর শিক্ষার্থী অর্ধগলিত মরদেহ উদ্ধার। নওগাঁর মান্দায় বাস অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষ।  স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা মুখ্য : মাশরাফি।  বড়াইগ্রামে মাদ্রাসায় নিয়োগ বানিজ্যের বিরুদ্ধে মানববন্ধন। নড়াইলে সুফল বিশ্বাস হত্যা মামলার অন্যতম আসামি তামাল গ্রেফতার। নওগাঁর সাপাহারে ভ্রাম্যমাণ আদালতে ভূয়া ডাক্তারের জেল ও জরিমানা।

আ:লীগ করে থাকলে নৌকার বিরোধীতা করার সুযোগ নেই- এমপি এনামুল।

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, পথসভায় লোকজনের উপস্থিতি প্রমাণ করে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ও সুসংগঠিত।
৫৭ বার পঠিত

আ:লীগ করে থাকলে নৌকার বিরোধীতা করার সুযোগ নেই- এমপি এনামুল।

 

মো: জাহাঙ্গীর আলম, রাজশাহী প্রতিনিধি:

 

 

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, পথসভায় লোকজনের উপস্থিতি প্রমাণ করে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ও সুসংগঠিত।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত। বাগমারায় উপজেলা থেকে ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ের প্রতিটি স্তরে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে সবাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে একসাথে কাজ করবেন ৫০ হাজার নেতাকর্মী, স্মার্ট বাংলাদেশের পাশাপাশি স্মার্ট বাগমারা গড়তে নৌকার বিজয়ের বিকল্প নেই। নৌকার বিজয় হয়েছে বলেই রক্তাক্ত বাগমারা এখন শান্তির জনপদ। নৌকার বিজয় হয়েছে বলেই সকল সুবিধাভোগী ভাতা পাচ্ছে। প্রত্যন্ত এলাকায় উন্নয়ন নিশ্চিত করা হচ্ছে। এরই মধ্যে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চাই না বাগমারায় নৌকার বিজয় হোক। জনগণ সব বুঝে গেছে। ওই সকল মুনাফেকদের চিনে ফেলেছে। তাদের কথায় আর ভুল পথে পা বাড়াবে না। আওয়ামী লীগ করে থাকলে নৌকার বিরোধীতা করার সুযোগ নেই। নৌকার প্রার্থীর বিরোধীতা করার সুযোগ নেই। সাধারণ মানুষ নৌকার সাথে আছে। তারাই নৌকার বিজয় ঘটাবে।

 

রবিবার বিকেলে উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বাঘাবাড়ি এবং হরিণমারা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ রানা কামাল, সদস্য হাবিবুর রহমান মটর, হাচেন আলী, সোলাইমান আলী হিরু, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষক লীগের সভাপতি মহসিন আলী, যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন। অপরদিকে ভবানীগঞ্জ পৌরসভার কলেজ মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park