নলডাঙ্গায় হালতি বিলে নৌকা ভ্রমণে এসে নৌকা ডুবির ঘটনায় ২ ভাইয়ের মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে পরিবারের সঙ্গে নৌকা ভ্রমণ এসে নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হালতি বিলের খোলাবাড়িয়া এলাকায় বৈদ্যুতিক খাম্বার টানা দেওয়া তার এর সঙ্গে নৌকা ধাকা লেগে এই দুর্ঘটনা ঘটে।
শিশু দুইটি হলেন, নাটোরের লালপুর উপজেলার ৪নং আড়বার ইউনিয়নের আড়বার গ্রামের আরিফুর ইসলামের ছেলে বড় ছেলে সাদ্দাম আব্দুল্লাহ(১১), ছোট ছেলে আব্দুল রহমান (০৯)।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে ও নলডাঙ্গা ফায়ার স্টেশনে কর্মরত ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ মেহেরুল ইসলাম বলেন, আজ সন্ধ্যায় আনুমানিক ৬:২৮ মিনিটে আমরা হালতি বিলের খোলাবাড়িয়া এলাকায় নৌকা ডুবির ঘটনার খবর পাই তাৎক্ষণিক আমাদের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য নাটোর সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
পরে চিকিৎসারত চিকিৎসক শিশু ২ টির মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য যে, নৌকায় ১৭ জন যাত্রী ছিল তার মধ্যে ১৫ জন জীবিত উদ্ধার হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা