1. admin@naldangabatra.com : admin :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৭ অপরাহ্ন

পাবনায় স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন।

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
পাবনার ভাঙ্গুড়ায় স্ত্রীর মর্যাদা ফিরে পেতে স্বপ্না নামের (২৭) এক প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছে। এদিকে ওই মেয়ে বাড়িতে আশার খবর পেয়েই নিজ বাড়ি থেকে পালিয়েছেন তার প্রেমিক ছোটন।  বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল থেকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের রুপসী এলাকার ছোটন এর বাড়িতে এ ঘটনা ঘটছে। ছোটন ওই এলাকার মৃত জিলিম এর ছেলে ও এলাকায় তিনি একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত। ওই প্রেমিকাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে না তুললে আত্মহত্যা করবেন বলে সাফ জানিয়েছেন প্রেমিকা।
১৮৮ বার পঠিত
পাবনায় স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন।
পাবনা প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় স্ত্রীর মর্যাদা ফিরে পেতে স্বপ্না নামের (২৭) এক প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছে। এদিকে ওই মেয়ে বাড়িতে আশার খবর পেয়েই নিজ বাড়ি থেকে পালিয়েছেন তার প্রেমিক ছোটন।  বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল থেকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের রুপসী এলাকার ছোটন এর বাড়িতে এ ঘটনা ঘটছে। ছোটন ওই এলাকার মৃত জিলিম এর ছেলে ও এলাকায় তিনি একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত। ওই প্রেমিকাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে না তুললে আত্মহত্যা করবেন বলে সাফ জানিয়েছেন প্রেমিকা।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় বছর দুই আগে উত্তর কলকতি এলাকার জনৈক ব্যক্তির কন্যা স্বপ্না নার্সিং পেশায় জড়িত। ভাঙ্গুড়ায় কাজ করার সুবাদে রুপসী এলাকার ছোটনের মায়ের চিকিৎসা করার সময় তার ছোটনের সাথে পরিচয় হয়। সেই সূত্র ধরে মোবাইল ফোনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় বছর খানেক পূর্বে ছোটনের অনুমতিতে তাদের দুজনের বিয়ে হয়। স্বপ্না নামের ওই প্রেমিকার দাবী, প্রায় বছর খানেক আগে তাদের দুজনের বিয়ে হয়। এরপর গোপনে তারা বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী পরিচয়ে একত্রিত সময় কাটিয়েছেন।
তাদের বিয়ের পর ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন নার্সিংয়ের চাকুরী করে ওই প্রেমিকা প্রতিমাসে স্বামী ছোটনকে টাকা পাঠাত। কিন্তু গত মাস দুয়েক হলো স্বামী ছোটন তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। তার আগে কৌশলে বিয়ে সংক্রান্ত কাগজপত্র তিনি লুকিয়ে ফেলেন। আবার সম্প্রতি ছোটন অন্য একটি মেয়েকে বিয়ে করছেন মর্মে খবর পেয়ে প্রেমিকের বাড়িতে হাজির হন প্রেমিকা স্বপ্না।  এমন খবরে স্থানীয় শতশত উৎসুক মানুষ ওই বাড়িতে ভীড় করছেন। এ সময় ওই মেয়ে তাদের স্বামী-স্ত্রীর অনেক অন্তরঙ্গ মুহূর্তের ছবিও দেখান গণমাধ্যম কর্মী ও স্থানীয়দের।
অন্যদিকে তার প্রেমিক ছোটন পলাতক থাকায় বাড়ির স্বজনরা জানান, প্রায় দিন পনেরো হলো ছোটন অন্য এক মেয়েকে বিয়ে করেছেন। শুক্রবারে নতুন বধূকে নিজ বাড়িতে তুলে আনবেন। তাই বাড়িতে গান, বাজনা আনন্দ উৎসব চলছে। বিয়ের দায়াতের লোকজন আসবে তাদের খাওয়ানোর জন্য একটি গরু কেনা হয়েছে। কিন্ত হঠাৎ করে বৃহস্পতিবার বিকালের দিকে ওই মেয়ে এসে হাজির। এখন দেখা যাক কি করা যায়। তবে প্রেমিক ছোটন পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ঠ ইউপি সদস্য মনিরুজ্জামান মনির বলেন, লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছোটনের বাড়িতে ওই মেয়েকে অনশনে বসে থাকতে দেখেছেন।
এ ব্যপারে অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল বলেন, বিষয়টি তিনি একাধিক লোক মুখে শুনে ঘটনাস্থলে গিয়ে ওই মেয়েকে ছোটনের বাড়িতে বসে থাকতে দেখেছেন। ওই মেয়েকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে না তুললে সে আত্মহত্যার হুমকি দিচ্ছে। স্থানীয়ভাবে বিষয়টা মীমাংসার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park