
২৩৩ বার পঠিত
আটঘরিয়া পৌরসভার ৭ ও ৯ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি
পাবনার আটঘরিয়া পৌরসভার ৭ ও ৯ ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে আব্দুস সাত্তার বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে আলমাছ আলী, সাংগঠনিক সম্পাদক পদে নজরুল ইসলাম, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে ফিরোজ আক্তার খান, সাধারণ সম্পাদক পদে মোহররম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে কামাল হোসেন নির্বাচিত হয়েছেন।
সোমবার(২ অক্টোবর) বিকালে পৌরসভার আমির খার ঢালে মোহাম্মদ আলী মজনু’ জায়গায় উপর আটঘরিয়া পৌরসভার ৭,৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক আমজাদ হোসেন তুষার। আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন আলম, উপজেলা বিএনপির সেচ্ছাসেবক দলের আহবায়ক ইউসুফ প্রামানিক।
পৌর বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান মিলন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব আজাহার আলী খান, যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক এসএম শামীম রেজা, যুগ্ম আহবায়ক ফিরোজ আক্তার খান, যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল চঞ্চল, যুগ্ম আহবায়ক আসাদুল হক আসাদ। আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির ৭ নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুবদল নেতা আজিম শেখ প্রমুখ।
দ্বি-বার্ষিক সম্মেলনটি সঞ্চালনায় ছিলেন যুদল নেতা মোস্তাফিজুর রহমান উজ্জ্বল। সম্মেলনে উপজেলা বিএনপির তৃনমুল পর্যায়ের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।