নলডাঙ্গার মাধনগরে এমপি শিমুলের উঠন বৈঠক।
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নে নাটোর-২ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এর উঠন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার মাধনগর মহিলা আওয়ামী লীগের আয়োজনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে উঠন বৈঠক অনুষ্ঠিত হয়।
মাধনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা বেগম এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আন্জুয়ারা পারভীন রত্না’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-২ আসেনর সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।
এ-সময় উপস্থিতি ছিলেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, সহ-সভাপতি আমিনুল ইসলাম হাদু, মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মাধনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ দেওয়ান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেনুকা হুজুর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি, জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য লাভলী ইয়াসমিন সহ প্রমূখ।
এসময় এমপি শিমুল, সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজকর্মের কথা তুলে ধরেন এবং দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা