নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামি গ্রেফতার।
খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি:
অদ্য ০৯ অক্টোবর সকালে পৃথক ০২টি চেক জালিয়াতির মামলায় ০১ (এক) বছর ও ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোস্তফা কামালকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।
আসামি মোস্তফা কামাল নড়াইল জেলার লোহাগড়া থানার চাচই ধানাইড় গ্রামের মৃত আহম্মেদ মোল্ল্যা এর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই(নিঃ) তৌফিক আহমেদ টিপু, এসআই ফিরোজ ইকবাল, এএসআই মিকাইল হোসেন, এএসআই বাচ্চু মেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল জেলার লোহাগড়া থানার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা