নলডাঙ্গায় বাজার ব্যবসায়ী কমিটির মতবিনিময় ও পরিচিত সভা।
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের নলডাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটির আয়োজনে মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলার নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নলডাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটির আয়োজনে মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
নলডাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক সাহেব আলীর আহবানে, নলডাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি প্রফেসার আনিছুর রহমান এর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান।
এসময় অন্যান্য মধ্যে উপস্থিতি ছিলেন, নলডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আকবর হোসেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজমুল ইসলাম,কমিটির অন্যান সদস্যগণ সহ প্রমূখ।
এসময় ব্যবসায়ীরা তাদের নানান ধরনের সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা