1. admin@naldangabatra.com : admin :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৩০ অপরাহ্ন

বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণী উদ্বোধন।

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
নাটোরের বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কৃষি ফসল বৃদ্ধির নিমিত্তে কৃষি প্রণোদনার আওতায় ৪ হাজার ৯৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিভিন্ন ফসলের যেমন পেঁয়াজ (নাবী), গম,ভুট্টা, সরিষা, চিনা বাদাম,শীত কালীন পেঁয়াজ, মুগ,মসুর, ও খেসারীর বীজ ও সার পর্যায়ক্রমে দেয়া হবে। উদ্বোধন দিনে ২শ’ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি।
১৮২ বার পঠিত

বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণী উদ্বোধন।

 

সুরুজ আলী,বিশেষ প্রতিনিধিঃ

 

 

নাটোরের বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কৃষি ফসল বৃদ্ধির নিমিত্তে কৃষি প্রণোদনার আওতায় ৪ হাজার ৯৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিভিন্ন ফসলের যেমন পেঁয়াজ (নাবী), গম,ভুট্টা, সরিষা, চিনা বাদাম,শীত কালীন পেঁয়াজ, মুগ,মসুর, ও খেসারীর বীজ ও সার পর্যায়ক্রমে দেয়া হবে। উদ্বোধন দিনে ২শ’ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি।

 

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে গত বুধবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা। এছাড়া সেখানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহানউদ্দিন মিঠু,উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুবিধাভোগী কৃষকগণ।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য বলেন বর্তমান সরকার কৃষি-বান্ধব সরকার। কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে এ সরকার। তারই অংশ হিসাবে প্রণোদনার আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে, ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র সরবরাহ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park