
২০৭ বার পঠিত
আটঘরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মাসুদ রানা, পাবনা প্রতিনিধিঃ
অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই স্লোগান গানকে সামনে রেখে পাবনার আটঘরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড করনীয় বিষয়ক মহড়া র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম। উপজেলা প্রকপ্ল বাস্তবায়ন কর্মকর্তা সবীর কুমার দত্ত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের সিনিয়র ব্যবস্থাপক অসিকুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল।
শুক্রবার(১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা আটঘরিয়ায় আয়োজনে উপজেলার পরিষদের সামনে দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ মহড়ার আয়োজন করে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। জনসাধারণসহ স্কুলের শিক্ষর্থীদের সচেতনতা বাড়াতে মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় করনীয় বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। মহড়ার স্থানীয়দের পাশাপাশি বিশেষ করে স্কুলের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দুর্যোগের সময় করনীয় বিষয়ে তাদের ধারণা দেয়া হয়।