নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী, মহড়া ও আলোচনা সভা।
নিজস্ব প্রতিবেদকঃ
“অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিবাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উপলক্ষে র্যালী ও মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প ব্যবস্থবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ-সময় উপস্থিতি ছিলেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার রাকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, নলডাঙ্গা ফায়ার স্টেশনে কর্মরত ওয়ার হাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আশরাফুলজ্জামান মিঠু, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, পিপরুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দেওয়ান শাহজালাল সহ প্রমূখ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা