
২১২ বার পঠিত
শেখ হাসিনার উন্নয়ন বার্তা তৃণমূল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উঠান বৈঠক-রেজাউল রহিম লাল।
মাসুদ রানা, পাবনা প্রতিনিধিঃ
পাবনা আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা তৃণমূল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উঠান বৈঠক করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল।
শুক্রবার(১৩ অক্টোবর) বিকালে দেবোত্তর ইউনিয়নের গনির বটতলায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ রেজাউল রহিম লাল একথা গুলো বলেন।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার আবার যাতে ক্ষমতায় আসতে পারে। তাই এখন থেকে আওয়ামী লীগ দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং নৌকায় ভোট দিতে হবে। দেশের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা বিজয়ের বিকল্প নেই। দেবোত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন আতাইকুলা ডিগ্রি কলেজের অধ্যাক্ষ আব্দুল্লাহ হেল আল মাহমুদ, কৃষক লীগের সভাপতি ইয়াকুব আলী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মওলানা হেলাল, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল এর সন্তান রেজাউল শাহরিয়ার শান্ত প্রমুখ।
উক্ত উঠান বৈঠকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।