নওগাঁর মহাদেবপুর উপজেলায় নির্মাণ করা বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় ইসলাম (১৯) নামে এক রঙমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে নওগাঁ সদর উপজেলার দূর্গাপুর চকরামচন্দ্র মোল্লাপাড়া মহল্লার হারুনুর রশিদের ছেলে।
রোববার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার পাশে নির্মাণাধীন দুবাই চাইনিজ রেষ্টুরেন্টের ভবনের ছাদে এদূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় ওই বাড়ির ছাদে উঠে পানির ট্যাংকির কাছে গেলে ট্যাংকির সাথে প্রায় লেগে থাকা ৩৩ হাজার কেভি বিদ্যুতের মেইন লাইনের তারের টানে সে উপরে উঠে তারের সাথে লেগে আবার নিচে পড়ে যায়। এসময় বিকট শব্দে আওয়াজ হয়ে হৃদয়ের শরীরে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিনেমা হল এলাকায় রাখেন।
মহাদেবপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা লিডার আশফাকুর রহমান জানান, ছাদ থেকে সামান্য উঁচুতে থাকা বিদ্যুতের মেইন তারে স্পৃষ্ট হয়ে মারা যাওয়া হৃদয়ের মরদেহ ছাদের উপরেই পড়ে ছিল।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি মহাদেবপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার রবিউল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, হাই ভোল্টেজের তারের নিচে খুব কাছাকাছি পর্যন্ত উঁচু করে ভবন নির্মাণের বিষয়টি জানতেন না বলে জানান। সরেজমিনে গিয়ে বিষয়টি দেখবেন বলেও জানান।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, এব্যাপারে একটি ইউডি মামলা এন্ট্রি করা হবে। নিহতের পরিবারের সদস্যদের অনুরোধে নিহতের বাবা মায়ের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।