নওগাঁর বদলগাছীতে পাঠাভ্যাস গড়ে তোলার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রজন্মের মেলা।
গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধি:
জ্ঞানার্জন, মননশীল সামাজিক মূল্যবোধ তৈরিতে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রজন্ম পাঠাগার, বহুমাত্রিক সংগঠন প্রজন্মের মেলা ও প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র। শিক্ষক নেতা অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী প্রতিষ্ঠিত প্রজন্ম পাঠাগার, প্রজন্ম রিডস, নওগাঁ রিডস ও বহুমাত্রিক সংগঠন প্রজন্মের মেলা সংগঠনের বদলগাছী উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (২০ অক্টোবর) সকালে উপজেলা চাকরাইলে শিক্ষাথীদের নিয়ে বই পড়ার এই কর্মসূচি পালন করা হয়। বই পড়ার মাধ্যমে তরুণ প্রজন্মদের কিছুটা সময় হলেও ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে রেখে জ্ঞান চর্চার মাধ্যমে দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান সোশ্যাল ইনোভেশন টিম নওগাঁর গবেষণা ও মূল্যায়ন সম্পাদক, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ রোটারিয়ান আব্দুর রহমান রিজভী।
তিনি বলেন, আমাদের অবারিত সম্ভাবনাময় জাগ্রত তারুণ্যদের জ্ঞান ও দক্ষতা আয়ত্ব করাতে বই পড়ার কোন বিকল্প নেই । পাঠাভ্যাস গড়ে তোলার মাধ্যমেই আমাদের নিজেকে বিকশিত করতে হবে। এজন্য ছাত্র-শিক্ষক সবাইকে নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তোলতে হবে। অধ্যক্ষ রোটারিয়ান আব্দুর রহমান রিজভী আরও বলেন,বিশ্বের ইতিহাস-ঐহিত্য জানতে হলে পাঠ্যবইয়ের বাইরে শিক্ষার্থীদের আরো পাঠাভ্যাস গড়ে তুলতে হবে। বর্তমান যুগের যে চ্যালেঞ্জ সেটি মোকাবিলার জন্য শুধু একটি বিষয়ের উপর জ্ঞান অর্জন করলেই হবে না। পাঠ্য বইয়ের বাইরের অনেক বই পড়ার পাশাপাশি যোগাযোগের দক্ষতাও বাড়াতে হবে। আমাদের শিক্ষার্থীদের অব্যাহতভাবে মোবাইল, কম্পিউটার, ট্যাবলেটের স্ক্রিনে তাকিয়ে থাকা তাদের স্বাস্থ্যের জন্যই ভালো নয়। এগুলো প্রয়োজনে অত্যন্ত সীমিত আকারে ব্যবহার করতে হবে, যেন স্বাস্থ্যের ক্ষতি না হয়। কারণ নতুন প্রজন্মের হাতেই আমাদের আগামীর ভবিষ্যত। জ্ঞান চর্চা একটি জীবনভর প্রক্রিয়া। যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে ছাত্রছাত্রীদের পাঠ্যবইয়ের বাইরে অনেক বই পড়তে হবে। আমরা নতুন প্রজন্মকে নেতৃত্ব দেয়ার যোগ্য করে ভাল মানুষ তৈরি করতে চাই।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে প্রজন্ম পাঠাগার ও প্রজন্মের মেলা তরুনদের জ্ঞান চর্চার পাশাপাশি ইয়ুথ লিডারশিপ ট্রেনিং, তরুণদের আত্মোন্নয়ন ও শিক্ষামূলক সেমিনার, শীতবস্ত্র বিতরণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দভোজ, গরীব ও শ্রমজীবিদের নিয়ে ইফতার আয়োজন করে আসছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা