
৭৯ বার পঠিত
পাবনায় দশম শ্রেনীর ছাত্রকে কুপিয়ে হত্যা!
পাবনা প্রতিনিধিঃ
পূর্ব বিরোধের জেরে পাবনায় বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটির পর মোস্তাফিজুর রহমান সিয়াম (১৮) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাত দিকে পাবনা পৌর শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম পাবনা পৌর সদরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। সে আর এম একাডেমির দশম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় রাধানগর রথঘর এলাকায় সিয়ামের সঙ্গে তার বন্ধু সৈকত, আরিফসহ বেশ কয়েকজনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এ ঘটনার জেরে রাতে শান্তিনগর এলাকায় সিয়ামকে একা পেয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। এছাড়া অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। রোববার মরদেহ ময়নাতদন্ত করা হবে।
নিহত সিয়ামের বাবা ইব্রাহিম আলী বলেন, ‘কারা, কী কারণে ছেলেকে মারলও কিছুই বুঝতে পারছি না। যারাই এ হত্যার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।