
১৩১ বার পঠিত
রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ফজলুল হক মাস্টারের দাফন সম্পন্ন।
পাবনা প্রতিনিধিঃ
পাবনার বেড়া উপজেলার মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক মাস্টারের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। রবিবার (২২ অক্টবর) বিকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। সোমবার (২৩ অক্টবর) হাজারো মানুষের উপস্থিতিতে বাদ জহর তাহার গ্রামের বাড়ি বেড়া উপজেলার রাজনারায়ণপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা , তার জানাজা নামাজ নাটিয়াবাড়ি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
এসময় তার ফুল দিয়ে শ্রদ্ধা জানান বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলাম, বাংলাদেশ পুলিশ আমিনপুর থানার একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এছাড়া ফুল দিয়ে শ্রদ্ধা জানান বেড়া মুক্তিযোদ্ধা সংসদ। তাঁর বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন ।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য পাবনা-২ আহ: ফিরোজ কবির,ও সাবেক সংসদ সদস্য পাবনা-২ খন্দকার আজিজুল হক আরজু, বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু , বেড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসহাক আলী,মুক্তিযোদ্ধা আব্দুল লতিফও আমিনপুর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান প্রমূখ। বক্তারা ফজলুলকে রণাঙ্গনের একজন সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত করে যুদ্ধের স্মৃতিচারণ বক্তৃায় আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে নাটিয়াবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।