বৃহস্পতিবার বিকেলে সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্ত্বরে মুক্ত মঞ্চে ক্ষুদ্র ও প্রান্তিক কুষকদের মাঝে বিনা মূল্যে কৃষি প্রণোদনা বিতরণের মধ্যদিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ-১আসনের জাতীয় সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার্স ইনচার্জ ওসি হুমায়ুন কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী,জেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলায়মান আলী লিটন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী ও সাধারণ সম্পাদক সারোয়ার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন ও প্রাণি সম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী।