নাটোরের নলডাঙ্গায় জাতীয় যুব দিবস পালিত।
নিজস্ব প্রতিবেদকঃ
“স্মার্ট যুব সমৃদ্ধ বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বুধবার (০১ নভেম্বর) সকাল ১০ টায় নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা যুব অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বাহির হয়ে প্রধান সড়ক ঘুরে এসে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভা ও বেকার যুবক-যুবতীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিতি ছিলেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, উপজেলা যুব উন্নয়ন সহকারী অফিসার জহুরুল ইসলাম, রেজাউল ইসলাম সহ প্রমূখ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা