1. admin@naldangabatra.com : admin :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৪ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে ককটেল বিস্ফোরণ।

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
নওগাঁর রাণীনগর উপজেলায় দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে ফেরার পথে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা সদরের রেলগেট-ঝিনা সড়কের বিষ্ণপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী। এ সময় দুর্বৃত্তরা আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি মোটরসাইকেল ভাঙচুর করেন।
১৬৭ বার পঠিত
নওগাঁর রাণীনগরে ককটেল বিস্ফোরণ।
গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে ফেরার পথে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা সদরের রেলগেট-ঝিনা সড়কের বিষ্ণপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী। এ সময় দুর্বৃত্তরা আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি মোটরসাইকেল ভাঙচুর করেন।
আহতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল সরদার (৫৫), যুবলীগের সদস্য জুয়েল (৩৬) ও ময়নুল খন্দকার (৪২)। আহতদের রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতেই ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩৫ জনকে আসামি করে রাণীনগর থানায় মামলা করা হয়েছে।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— অন্তত ৩টি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park