
৯৮ বার পঠিত
অবরোধের প্রতিবাদে পাবনায় মহিলা আওয়ামীলীগের মানববন্ধন।
পাবনা প্রতিনিধিঃ
বিএনপি-জামায়াতের সর্বাত্মক অবরোধের প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছে মহিলা আওয়ামীলীগ। আজ বুধবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, যুগ্ম সাধারণ সম্পাদক নিহার আফরোজ জলি সহ অনেকে।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের অবরোধ আর আগুন সন্ত্রাসের কারণে মানুষ আজ নিরাপত্তাহীন। নির্বাচন আসলেই তারা সন্ত্রাসের পথ বেছে নেয়। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করতেই তারা আগুন সন্ত্রাসে নেমেছে। নারীরা ঘর থেকে বের হতে পারছে না। শিশুদের লেখাপড়া-পরীক্ষা ব্যাহত হচ্ছে। অবৈধ অগণতান্ত্রিক পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহবান জানান বক্তারা।