অভিযাত্রিকের ঋতুভিত্তিক সাহিত্য আসর অনুষ্ঠিত
রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি:
অভিযাত্রিকের ঋতুভিত্তিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ-এর ২৩১১ তম সাপ্তাহিক সাহিত্য আসরে ঋতুভিত্তিক অনুষ্ঠান হেমন্তের মাঠে কবিতার চাষ” শীর্ষক হেমন্তকালীন অনুষ্ঠান অনুষ্ঠিত। আজ ১০ নভেম্বর/২০২৩, শুক্রবার বিকেল ৪.০০ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২৩১১ তম সাপ্তাহিক সাহিত্য আসরে হেমন্ত ঋতুভিত্তিক অনুষ্ঠানে সভাপতি রানা মাসুদ – এর সভাপতিত্বে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আজকের আসরে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ওমর ফারুক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।
আসরে ছড়াকার মতিয়ার রহমানের -এর প্রাণবন্ত উপস্থাপনায় লেখা পাঠ করেন শাহজাহান আলী মন্ডল, তৈয়বুর রহমান বাবু, জাহিদ হোসেন, বিমলেন্দু রায়, মতিয়ার রহমান, মাহমুদ ইলাহী মন্ডল, সাঈদ সাহেদুল ইসলাম, কামরুজ্জামান দিশারি, হাই হাফিজ, ময়নুল ইসলাম, রায়হান আহমেদ রিমন, তাপস মাহমুদ, মাসুম মোরশেদ, ময়নুল ইসলাম, মাসুদ বশীর, সাহিনা সুলতানা, কবিরাজ ইসমাইল মোল্লা, সুচিত্রা স্বাধীন, মাহমুদ নাসির, রাজা প্রমুখ।
আসরে পঠিত লেখাগুলো নিয়ে নিজস্ব অনুভূতি ব্যক্ত করেন সভাপতি রানা মাসুদ।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা