
২১৭ বার পঠিত
আটঘরিয়ায় অনুর্ধ্ব ৪০ ফুটবল খেলোয়ারদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার অনুর্ধ্ব ৪০ ফুটবল খেলোয়ারদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) বিকালে আটঘরিয়া উপজেলার খিদিরপুর বাজারে শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় মাঠে। আটঘরিয়া উপজেলা সোনালী অতীত ফুটবল ক্লাব অনুর্ধ্ব ৪০ বনাম ঈশ্বরদী উপজেলা ফুটবল ক্লাব অনুর্ধ্ব ৪০ এর মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে উভয় দল ১-১ গোলে ড্র হলে অমিমাংসিত থেকে খেলাটি শেষ হয়।
খিদিরপুর সোনালী অতীত খেলোয়ারবৃন্দের আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এর্টনি জেনারেল গোলাম মোস্তফা তারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম কামাল, সাবেক ছাত্রনেতা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোবাররক হোসেন পান্না,
মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খা, শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক ফাত্তা প্রমুখ।
খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন বিশিষ্ট সমাজসেবক রেজাউল শেখ, সহযোগি রেফারির দায়িত্বে ছিলেন রুবেল আহমেদ ও ফরহাদ হোসেন। সার্বিক তত্বাবধানে ছিলেন মোকারম হোসেন, মোস্তাক আহমেদ, মুরশীদ আলম, বাবলুসহ অনেকেই। উক্ত ফুটবল খেলায় প্রচুর দর্শক সমাগম ঘটে।