দুর্গাপুরে জোরপূর্বক ভাবে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ, দুর্ভোগে গ্রামবাসী।
রাজশাহী প্রতিনিধিঃ
দীর্ঘ প্রায় ৫০ বছরের পুরোনো গ্রামীণ রাস্তায় জোরপূর্বক বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে এলাকার বাসিন্দা মোঃ আকবর আলী এবং তার ছেলে মোঃ লিটন ও মেহেদী হাসান (উজ্জল)এর বিরুদ্ধে। এক সময় প্রায় ৬০থেকে ৭০টি পরিবারের লোকজন ওই রাস্তা দিয়ে চলাচল করতো। এখন মানুষ চলাচল করতে পারছে না। কৃষকেরা তাদের ফসলি জমির আবাদ গুলো বাড়িতে নিয়ে যেতে পারছেন না। রাজশাহী দুর্গাপুর থানার ১ নং নওপাড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড গোপালপুর মৃধাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মোঃ ইদ্রিস আলী মোঃ সাইদুর রহমান মোঃ শাহিনুর ইসলাম,মোঃ কাশেম আলী, আমেনা বিবি সহ স্থানীয়রা জানান, তাঁরা এই রাস্তা দিয়ে প্রায় ৫০ বছর যাবৎ চলাচল করে আসছেন। প্রায় দুই মাস ধরে রাস্তার মালিকানা দাবি করে, আকবর আলী ও তার পরিবারের সদস্যরা বাঁশের বেড়া দিয়ে রাখে। এতে প্রায় ৬০ থেকে ৭০টি বাড়ির লোকজন চলাচল করতে পারছে না।
এদিকে ইদ্রিস আলী তাদের সাথে কথা বলতে গেলে আকবর আলীও তার ছেলে লিটন ও মেহেদী হাসান (উজ্জল) অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন,তারা বলে যে, যদি কেউ এ বেড়াতে হাত দেয় তাহলে ছুরি দিয়ে হাত কেটে দিব বলে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও হুমকি দেয়। তাই সাধারণ মানুষ চলাফেরা নিয়ে বিপাকে পড়েছেন। স্থানীয় মেম্বার এ নিয়ে তাদের সাথে কথা বলে কোন সমাধান করতে পারেনি।
পরে এলাকাবাসী দুর্গাপুর থানায় ফোন দেয়। এলাকাবাসীর দাবি তারা বিষয়টির সুষ্ঠু সমাধান চান। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন,রাস্তায় বেড়া দিয়ে চলাচলে বাধা ও জমি সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করতে একজন এসআইকে নির্দেশ দেওয়া হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা