
১৭০ বার পঠিত
বিএনপি-জামায়াতের অবৈধ হরতাল, অগ্নিসংযোগ ও অবরোধের প্রতিবাদে আটঘরিয়ায় বিক্ষোভ মিছিল।
মাসুদ রানা, পাবনা প্রতিনিধিঃ
বিএনপি-জামায়াত এর অবৈধ হরতাল, অগ্নিসংযোগ ও অবরোধ এর প্রতিবাদে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গসহযোগি সংগঠন বিক্ষোভ মিছিল করেছে। রবিবার(১২ নভেম্বর) সকালে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগ কার্য়ালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ত্রি-রাস্তা মোড়ে এক পথসভায় অনুষ্ঠিত হয়।
পাবনা-৪,(আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিন হোসেন চঞ্চল প্রমুখ।
আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উক্ত বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খান, সাধাধরন সম্পাদক জিন্নাত আলী শেখ, যুবলীগের সভাপতি আব্দুল বাতেন সরকার, চাঁদভা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাধারন সম্পাদক সাবান মন্ডল সহ অনেকেই।